বাজারে যখন ভরপুর লিচু পাওয়া যায় তখন লিচু ড্রিঙ্কস টা একবার হলেও ট্রাই করা দরকার। এটি বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু।
উপকরণ:
এক গ্লাস শরবত এর জন্য পাঁচটা লিচু। চার পাঁচটা পুদিনা পাতা। এক টেবিল চামচ লেবুর রস। চিনি অথবা চিনির সিরা। এবং প্রয়োজনমতো পানি।
প্রণালী
প্রথমে একটি গ্লাসে পুদিনা পাতা নিয়ে একটু থেঁতলে রস বের করে নিতে হবে। এরপর লিচুর বিচি থেকে মাংস বের করে সেই লিচুগুলো থেতলে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে লেবুর রস পানি এবং প্রয়োজনমতো চিনি বা চিনির সিরা।
ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজার স্বাদের লিচু ড্রিঙ্কস।