বাবুর্চির রেসিপিতে জালি কাবাব রেসিপি

বিয়ে বাড়ির খাবার মানেই একটু বাড়তি কিছু। পোলাও রোস্ট রেজালা ছাড়াও অনেক সময় দুই ধরনের কাবাব পরিবেশন করা হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে জালি কাবাব।

বিয়ে বাড়িতে রান্না করে থাকেন এমন একটি বাবুর্চির কাছ থেকে রেসিপিটি নিয়ে শেয়ার করা হলো।

উপকরন:
খাসির মাংসের কিমা কিমা ৪০০ গ্রাম। আদা বাটা ১ চা-চামচ। রসুন বাটা হাফ চা চামচ। টমেটো সস ২ টেবিল চামচ। মরিচের গুঁড়া হাফ চা চামচ। দারচিনির গুঁড়া হাফ চা চামচ। সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এলাচ গুঁড়া হাফ চা চামচ। জয়ত্রী গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ। মিহি করা পেঁয়াজ কুচি হাফ কাপ। মরিচের কুচি স্বাদমতো। ধনেপাতা কুচি এক কাপের চার ভাগের এক ভাগ। ডিম তিনটা। পাউরুটির স্লাইস দুইটা। টোস্ট বিস্কুটের গুড়া হাফ কাপ। লবণ পরিমাণমতো। ভাজার জন্য তেল।

প্রণালী:
একটি মিক্সিং বোলে মাংসের কিমা এবং সকল মসলা নিয়ে নিতে হবে। সেই সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিতে হবে। একটা ডিম ভেঙ্গ দিয়ে দিতে হবে। পাউরুটি স্লাইস গুলো প্রথমে পানিতে ভিজিয়ে রেখে তারপর চিপে পানি ফেলে দিয়ে অ্যাড করতে হবে। টোস্ট বিস্কুটের গুড়া অ্যাড করতে হবে। এরপর সবকিছু ভালোভাবে মেখে দেখতে হবে এটাকে কাবাবের মত আকার দেওয়া যায় কিনা। যদি না যায় তাহলে আরো কিছু বিস্কুটের গুঁড়া অ্যাড করে নিতে হবে।

অন্য একটি পাত্রে ডিম ভেঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর মসলা মাখানো মাংসগুলো কাবাবের সেপ দয়ে ডিমে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।

এই রেসিপির ভিডিও ইজি রেসিপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে দেয়া আছে।

চিকেন মিনি বারগার রেসিপি

ইদানিং বার্গারের ধরনটা বদলে গিয়েছে। মাংসের তৈরি বার্গার বদলে ইদানিং জনপ্রিয় হয়েছে মাংসের টুকরা দিয়ে তৈরি করা বার্গার। আজকে এমন একটি চিকেন বার্গার এর রেসিপি শেয়ার করছি।

উপকরণ:
দেড় কেজি সাইজের একটি মুরগির মাংস হাড় ছাড়া। টক দই হাফ কাপ। আদা বাটা হাফ টেবিল চামচ। রসুন বাটা হাফ টেবিল চামচ। হাফ টেবিল চামচ ধনিয়ার গুড়া। ১ চা-চামচ গরম মসলার গুঁড়া। হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ। মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। সয়া সস ২ টেবিল চামচ। হট চিলি সস ২ টেবিল চামচ। কালো গোল মরিচের গুঁড়া হাফ চা চামচ। লবণ পরিমাণমতো । তেল পরিমাণমতো।

প্রণালী:
প্রথমে একটি মিক্সিং বোলে মাংস এবং সকল মসলা একসাথে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দিতে হবে তিন ঘন্টার জন্য। তিন ঘন্টার পর মাংসের মধ্যে এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল অ্যাড করতে হবে। আবারো খুব ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে রান্না করতে হবে মাংস গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত।

মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে একটি ফ্রাইং প্যান এ বার্গার বান মাঝখান থেকে কেটে দুই টুকরা করে শেকে গরম করে নিতে হবে। এরপর বানের মধ্যে পছন্দ মতো মেওনিস টমেটো ক্যাচাপ অথবা সস মাখিয়ে তার ওপর রান্না করা মাংসের টুকরা দিয়ে দিতে হবে। চাইলে উপরের চীজ ব্যবহার করা যেতে পারে। তৈরি হয়ে গেল ইদানিংকালের জনপ্রিয় চিকেন বার্গার অথবা চিকেন মিনি বার্গার।

এই রান্নার ভিডিও ইজি রেসিপি চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া আছে।

চাপটি বা চাপড়ি পিঠা রেসিপি

ববাঁটাবাঁটি বা ব্লেন্ডারে ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই এখন বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন চাপটি বা চাপড়ি পিঠা। এজন্য আপনার যা যা লাগবে।

উপকরন:
আতপ চালের গুঁড়া ২ কাপ, ডালের বেসন হাফ কাপ ডিম ২ টি, পেঁয়াজ কুচি পছন্দমত, ধনেপাতা কুচি পছন্দ, মতলবণ পরিমাণমতো।

প্রণালী:
বানানো কিন্তু খুবই সহজে সবকিছু প্রথমে ভালোভাবে মিশিয়ে তারপর পানি এড করে একটি ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার খুব বেশি ঘন হবে না আবার একেবারে পানির মত পাতলা হবে না।

ব্যাটার তৈরি হয়ে গেলে মিডিয়াম আঁচে তাওয়ায় ভেজে নিন।

আর এটি বানানোর ভিডিও ইজি রেসিপি এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে দেয়া আছে।

বরই এর ভর্তা

বরই এর সিজনে বাজারে যখন বরই প্রচুর পরিমাণে বরই পাওয়া যায় তখন দেশী বরই দিয়ে দারুন স্বাদের ভর্তা বা চাটনি তৈরি করা যায়। এজন্য আপনার যা যা লাগবে।

উপকরণ:
দেশি টক মিষ্টি বড়ই আড়াইশো গ্রাম, কাসুন্দি 6 টেবিল চামচ, চিনি স্বাদমতো, বিট লবণ বাকালা লবণ হাফ চা চামচ, কাঁচামরিচ কুচি পছন্দমত, কাঁচা কলা একটি বা অর্ধেক, তেতুল আছো একটি, আমড়া দুইটি, সাদা লবণ প্রয়োজনমতো।

প্রণালী:
পাটায় বেটে অথবা হামান দিস্তা ব্যাবহার করে সবকিছু একসাথে থেতলে নিয়ে তারপর ভালভাবে মাখিয়ে যাবে মজার স্বাদের বরই ভর্তা।

ভর্তা বা চাটনি বানানোর ভিডিও ইজি রেসিপির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া আছে।

মসুর ডাল দিয়ে ইলিশ মাছ রান্না

ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছের বিভিন্ন অংশ দিয়ে মসুর ডালের একটি মজার রেসিপি।

উপকরণ:
একটি ইলিশ মাছের মাথা ডিম এবং লেজ। চাইলে সাথে মাঝে অন্যান্য অংশ নেয়া যাবে। মসুর ডাল দেড় কাপ। পেঁয়াজ কুচি হাফ কাপ। একটা চামচ মরিচের গুড। একটা চামচ হলুদের গুঁড়া। এক চা চামচ এর ধনিয়ার গুড়া। পরিমান মত তেল। এবং পরিমাণমতো লবণ

প্রণালী:
একটি কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিন। তারপর একে একে সব মসলা দিয়ে সামান্য পানি এড করে ভালোভাবে কষিয়ে নিন।

কষানো হয়ে গেলে ডাল দিয়ে দিন এবং পরিমাণমতো পানি দিয়ে দিন। ডাল সিদ্ধ হয়ে এলে মাছের মাথা দিয়ে ঢেকে মিনিট দশেক রান্না করুন। তারপর নামানোর আগে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলেই হয়ে গেল ইলিশ মাছের মাথা এবং অন্যান্য অংশ দিয়ে মসুর ডালের রান্না।

এই রান্নার ভিডিও ইজি রেসিপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া আছে।

পোয়া মাছ দিয়ে করলা চচ্চড়ি

পোয়া মাছ এবং করোলা এই দুটো জিনিসের যুগলবন্দী কিন্তু দারুণ হয়। পোয়া মাছ দিয়ে করলা চচ্চড়ি কিভাবে রান্না করতে হয় সেটিই আজকে এখানে উপস্থাপন করব।

উপকরণ:
পোয়া মাছ ৫-৬ টা। করোলা হাফ কেজি । পেঁয়াজবাটা পাঁচ টেবিল চামচ। ১ টেবিল চামচ হলুদ। ২ চা চামচ মরিচ গুঁড়া। তেল পরিমানমতো। লবণ পরিমাণমতো।

প্রণালী:
একটি কড়াইতে তেল নিয়ে সব মসলা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মসলায় মাছ দিয়ে কষিয়ে নিন। মাছ কষানো হয়ে গেলে আলাদাভাবে তুলে রাখতে হবে।

এরপর ওই মসলায় করলা দিয়ে ঢেকে করোলা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। করোলা সেদ্ধ হয়ে গেলে কষিয়ে রাখা মাছ দিয়ে দিতে হবে।

এরপর মাছ এবং করোলা একসাথে মিশিয়ে রান্না করতে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত।

এই রান্নার ভিডিও ইজি রেসিপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে দেয়া আছে।

মজার স্বাদের লিচু ড্রিংস

বাজারে যখন ভরপুর লিচু পাওয়া যায় তখন লিচু ড্রিঙ্কস টা একবার হলেও ট্রাই করা দরকার। এটি বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু।

উপকরণ:
এক গ্লাস শরবত এর জন্য পাঁচটা লিচু। চার পাঁচটা পুদিনা পাতা। এক টেবিল চামচ লেবুর রস। চিনি অথবা চিনির সিরা। এবং প্রয়োজনমতো পানি।

প্রণালী
প্রথমে একটি গ্লাসে পুদিনা পাতা নিয়ে একটু থেঁতলে রস বের করে নিতে হবে। এরপর লিচুর বিচি থেকে মাংস বের করে সেই লিচুগুলো থেতলে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে লেবুর রস পানি এবং প্রয়োজনমতো চিনি বা চিনির সিরা।

ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজার স্বাদের লিচু ড্রিঙ্কস।

কাঁঠাল ভাজা খেয়েছেন কখনো?

ইন্দোনেশিয়া মালয়েশিয়া অঞ্চলে কাঁঠাল ভাজা একটি জনপ্রিয় খাবার। স্ট্রীট ফুড হিসেবে এই খাবারটি বেশ বিক্রি হয়ে থাকে। আর এটি বানানো কিন্তু খুব সহজ।

উপকরণ:
বিচি ছাড়া কাঁঠালের কোষ পছন্দমত। চালের গুঁড়া ১ কাপ। কনফ্লাওয়ার হাফ কাপ। পছন্দমত চিনি।

প্রণালী:
চালের গুড়া কনফ্লাওয়ার এবং চিনি প্রথমে খুব ভালো ভাবে মিশিয়ে নিন তারপর অল্প অল্প পানি অ্যাড করে একটি ঘন ব্যাটার তৈরি করুন। ঠিক যেমন বাড়িতে বেসনের ব্যাটার তৈরি করা হয়। ৩-৪ টুকরা করে ব্যাটারে মাখিয়ে গরম তেলে ভেজে নিলেই হয়ে গেল কাঠাল ভাজা। গরম গরম পরিবেশন করুন।

এই রেসিপির ভিডিও ইজি রেসিপি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে দেয়া আছে।

বিকেলের নাস্তায় চিকেন ব্রেড বল রেসিপি

বিকেলের নাস্তায় অনেক সময় কি করবো এই রকম চিন্তা করতে করতে বিকালটাই পার হয়ে যায়। আজকে আপনাদের সাথে চিকেন ব্রেড বলের এমন একটি রেসিপি শেয়ার করব যেটি বানিয়ে ছোট-বড় সকলেই খুশি করতে পারবেন।

উপকরণ:
মিডিয়াম সাইজের একটি মুরগির বুকের মাংস। (এক্ষেত্রে আপনারা চাইলে বাড়িতে থেকে যাওয়া রান্না করা মুরগির মাংস ব্যবহার করতে পারবেন)। মিডিয়াম সাইজের একটি ক্যাপসিকামের অর্ধেক। হাফ চা চামচ করে আদা ও রসুনবাটা। ৫ ৬ স্লাইস পাউরুটি। মেয়োনিজ ২ টেবিল চামচ। একটা চামচ কালো গোল মরিচের গুড়া। ব্রেড ক্রাম প্রয়োজন মতো। লবণ পরিমাণমতো এবং ভাজার জন্য তেল।

প্রণালী:
একটি কড়াইতে মুরগির বুকের মাংস (হাড় ছাড়া) নিয়ে তাতে হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা যোগ করতে হবে। পরিমান মত পানি এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বুকের মাংস সেদ্ধ হয়ে গেলে তারপর হাত দিয়ে ঝুরা ঝুরা করে নিতে হবে।

এরমধ্যে একটি ক্যাপসিকামের অর্ধেক কুচি কুচি করে কেটে নিতে হবে অনেকটা পেঁয়াজ কাটার মত করে। ক্যাপসিকাম কুচি করা হয়ে গেলে একটি মিক্সিং বোলে ঝুরা করে রাখা মুরগির মাংস সাথে ২ টেবিল চামচ মেয়োনিজ, ১ চা-চামচ গোলমরিচের গুঁড়া এবং কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

পাউরুটি স্লাইস নিয়ে পোড়া অংশ কেটে বাদ দিতে হবে। হালকাভাবে পানিতে চুবিয়ে নিয়ে পাউরুটি থেকে অতিরিক্ত পানি চেপে চেপে বের করে দিতে হবে। এরপর মাঝখানে চিকেনের পুর দিয়ে গোল করে বলের মত বানিয়ে নিতে হবে।

একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে পাউরুটির বলগুলো ব্রেড ক্রামবসর সাথে ভালোভাবে মাখিয়ে মিডিয়াম আঁচে দুই পাস ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজার স্বাদের চিকেন ব্রেড বল।

এই রেসিপির ভিডিও ইজি রেসিপি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে দেয়া আছে।

রুই মাছের সাদা ভুনা এর রেসিপি

কমবেশি সবাই আমরা রুই মাছটা খেয়ে থাকি, এই রুই মাছ অনেক ভাবেই রান্না করা যায়। আজকের রুই মাছের একটি সাদা ভুনা এর রেসিপি শেয়ার করব যেটা গরম ভাত পোলাও অথবা ভুনা খিচুড়ি সাথে সহজেই খাওয়া যাবে।

উপকরণ:
রুই মাছের টুকরা ৬/৭ টি। মেরিনেট করার জন্য লাগবে ১ চা চামচের মতো হলুদ গুঁড়া এবং ১ চা চামচের মতো মরিচগুঁড়া ও পরিমান মত লবন।

রান্না ও মাছ ভাজার জন্য পরিমাণমতো তেল। দেড় কাপ পেঁয়াজ কুচি। দুটো তেজপাতা। চার পাঁচটা কাঁচামরিচ ফালি করা। পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ। আদা বাটা হাফ চা চামচ। রসুন বাটা হাফ চা চামচ। হাফ চা চামচ ধনিয়ার গুড়া। হাফ চা চামচ জিরার গুড়া এবং লবণ পরিমাণ মত।

প্রণালী:
প্রথমে মাছের টুকরাগুলো কে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। ১৫ মিনিট পর মাছগুলোকে ডুবোতেলে অথবা অল্প তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।

মাছ ভাজা হয়ে গেলে একটি কড়াইতে পরিমান মত তেল নিয়ে দুটো তেজপাতা এবং পেঁয়াজ কুঁচি দিয়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজকুচি নরম হয়ে গেলে এর মধ্যে আদা রসুন ধনিয়া জিরা এবং পরিমাণ মত লবণ দিয়ে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মাছ গুলো দিয়ে দিতে হবে এবং এক কাপের মত পানি অ্যাড করে মিডিয়াম আঁচে রান্না করতে হবে।

পানি গুলো শুকিয়ে ভুনা ভুনা হয়ে আসলেই রান্নাটা শেষ।

এই রান্নার ভিডিও ইজি রেসিপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেয়া আছে।